আন্তর্জাতিক

চাকরি থেকে বরখাস্ত করায় বসকে হত্যা

চাকরি থেকে বরখাস্ত হয়েছিলেন। এটা কিছুতেই মেনে নিতে পারছিলেন না এক ব্যক্তি। ফলে রাগে-ক্ষোভে বসকেই খুন করে বসলেন। এমন ঘটনা ঘটেছে ভারতের মুম্বাইয়ে।

রোববার মুম্বাই পুলিশ জানিয়েছে, শহরের ঘাটকোপার এলাকার এক ব্যক্তির বিরুদ্ধে তার সাবেক বসকে হত্যার অভিযোগে একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির প্রতিষ্ঠানে কাজ করতেন ওই অভিযুক্ত ব্যক্তি। কিছুদিন আগেই তাকে চাকরি থেকে বের করে দেয়া হয়। তারপর থেকেই বসের ওপর ক্ষোভ ছিল তার।

বেশ কিছুদিন ধরে সে সুযোগে ছিল। এরপর তেমন সুযোগ পেয়েই সাবেক বসকে হত্যা করেছে সে। তবে শুধু চাকরি যাওয়াটাই এই হত্যাকাণ্ডের পেছনে মূল কারণ নাকি আরও কিছু রয়েছে তা এখনও স্পষ্ট নয়। এই ঘটনা খতিয়ে দেখছে পুলিশ।

টিটিএন/এমকেএইচ