দেশজুড়ে

কাভার্ডভ্যানের চাপায় মুক্তিযোদ্ধা নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম (৬৫) নিহত হয়েছেন। শনিবার দুপুরে উপজেলার তারাব পৌরসভার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলমের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বেজরা গ্রামে। তার বাবার নাম মৃত আশ্রাফ আলী খাঁন।

রূপগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) সফিক বলেন, দুপুর ১টার দিকে অটোরিকশাযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে রূপসীর দিকে যাচ্ছিলেন মুক্তিযোদ্ধা খাঁন মোহাম্মদ খুরশিদ আলম। এ সময় ঢাকাগামী কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা খুরশিদ আলম নিহত হন। সেই সঙ্গে অটোরিকশার চালক গুরুতর আহত হয়েছেন। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পড়ুন : সড়ক দুর্ঘটনার আরও খবর

মীর আব্দুল আলীম/এএম/জেআইএম