ক্যাম্পাস

ইবিতে প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ শিক্ষার্থী

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষ অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় প্রতি আসনের বিপরীতে লড়বেন ২৭ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। এবার ২ হাজার ৩০৫টি (কোটা বাদে) আসনের বিপরীতে মোট ৬১ হাজার ৯৪২টি আবেদন জমা পড়েছে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও ভর্তি পরীক্ষা টেকনিক্যাল উপ-কমিটি ২০১৯-২০ এর সদস্য সচিব অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণ এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা যায়, ‘এ’ ইউনিটে ২৪০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২ হাজার ২২৩টি। প্রতি আসনের বিপরীতে পরীক্ষায় অংশ নেবেন ৯ জন ভর্তিচ্ছু।

‘বি’ ইউনিটে ১ হাজার ৬৫টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৭ হাজার ৬৩৭টি। প্রতিটি আসনের জন্য লড়বেন ২৬ জন।

‘সি’ ইউনিটে ৪৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ৮ হাজার ৯৩০। প্রতি আসনের বিপরীতে লড়বেন ২০ জন।

‘ডি’ ইউনিটে ৫৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়েছে ২৩ হাজার ১৫২টি। প্রতিটি আসনের জন্য লড়বেন ৪২ জন।

বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের অনার্স (স্নাতক) প্রথম বর্ষের ভর্তি আবেদন প্রক্রিয়া ২ সেপ্টেম্বর শুরু হয়ে ১ অক্টোবর শেষ হয়। ভর্তিচ্ছুরা ১৬ অক্টোবর থেকে আগামী ২ নভেম্বরের মধ্যে তাদের প্রবেশপত্র উত্তোলন করতে পারবে। আগামী ৪ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার ৮টি অনুষদের অধীনে ৪টি ইউনিটে মোট ৩৪টি বিভাগে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iu.ac.bd) পাওয়া যাবে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমকেএইচ