লাইফস্টাইল

চুল কালো করার ঘরোয়া উপায়

মাথাভর্তি কালো চুলের আকাঙ্ক্ষা থাকে অনেকেরই। ঝলমলে কালো চুল পেতে অনেকে  অনেকরকম প্রসাধনও ব্যবহার করে থাকেন। চাইলে ঘরোয়া উপায়েই পেতে পারেন কালো চুল। চলুন জেনে নিই-নিয়মিত মাথার চুল পরিষ্কার করতে হবে। একদিন পর একদিন শ্যাম্পু করে ভালো করে কন্ডিশনার দিতে হবে।প্রতিদিনের খাবারের তালিকায় প্রচুর ফল, শাকসবজি ও ভিটামিন সি যুক্ত খাবার রাখতে হবে।খনিজ ও ভিটামিনের অভাবে চুল লালচে হয়ে যায় এবং চুলের আগা ফাটা শুরু হয়। চুলের জন্য নিয়মিত দুধ ও ডিম ও খেতে হবে। চুলে তেল দিন। আগের দিন রাতে তেল দিয়ে ঘুমিয়ে যান পরের দিন শ্যাম্পু করুন।আমলকি ও মেথি একসাথে বেটে চুলে লাগিয়ে ৪০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করে ফেলুন। নিয়মিত ব্যবহার করলে চুল কালো হয়। বাটার ঝামেলায় না যেতে চাইলে আমলকী ও মেথির গুঁড়ো কিনে নিন। পানি দিয়ে পেস্ট বানিয়ে চুলে লাগান।চুল রঙ করা থেকে বিরত থাকুন। ঘন ঘন চুল রঙ করলে চুলের আসল ঘন কালো রঙটি হারিয়ে যায়।এইচএন/এমএস