সিবগাতুর রহমান
বলি তোরা থাক না ঘরেকী এমন কাজ বাহিরে,দরজাটা সাঁটিয়ে দিয়েবসে থাক ঘাপটি মেরে।
বাহিরের বায়ুতে আজঅশুভর চলছে স্বরাজ,না জানি কার ছোঁয়াতেজীবনে পড়বে যে বাজ। চেয়ে দেখ বাহির পানেকী বিপদ কে তা জানে,নয়নে তো যায় না দেখাধেয়ে আসে হৃদয় পানে।
চারপাশ রাখতে শোধনমানুষের জাগাও বোধন,মুছে ফেলো সব জঞ্জালপরিবেশ করছে রোদন।
ধুয়ে দুই হাত বারেবারেবসে থাকো সবাই ঘরে,দেখি বেটা কেমন করেছুটে এসে ধরবে তোরে।
অসহায় পড়শি তোমারঘরে নাই যাদের আহার,থাকিও তাদের পাশেভালোবাসা দিও অপার।
অন্তরে জ্বালাও আলোমুছে যাক সকল কালো,বিধাতাকে স্মরণ করোতাতে হবে সবার ভালো।
ডাকো তাঁরে কায়োমনেদিবস রাতে সঙ্গোপনে,থাকবে না বিপদ জানিসে সাহস জাগাও প্রাণে।
এসইউ/এমকেএইচ