জাগো জবস

সপ্তাহের সেরা চাকরি : ২৮ আগস্ট ২০২০

প্রতিনিয়তই চাকরির বাজারে বাড়ছে প্রতিযোগিতা। ফলে চাকরি নামক সোনার হরিণ ধরতে আপডেট থাকতে হবে সব সময়। তাই চাকরিপ্রার্থীদের সুবিধার্থে তুলে ধরা হলো এ সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞাপনগুলো।

জাগো নিউজের সঙ্গে থাকুন, খুঁজে নিন আপনার পছন্দের চাকরির বিজ্ঞাপনটি—• শাহজালাল ইসলামী ব্যাংকে অফিসার পদে চাকরিরূপালী ব্যাংকে সিনিয়র অফিসার পদে চাকরিস্কয়ার টয়লেট্রিজে এক্সিকিউটিভ পদে চাকরিপরিকল্পনা মন্ত্রণালয়ে ৯ জনের চাকরির সুযোগবাংলাদেশ লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে ১৬ জনের চাকরিপদ্মা ব্যাংকে একাধিক পদে চাকরির সুযোগবুয়েটে ৭ পদে চাকরির সুযোগম্যানেজার পদে একাধিক চাকরি দিচ্ছে ওয়ালটনপ্রতিরক্ষা মন্ত্রণালয়ের আইএসপিআরে চাকরিওয়ালটনে ফ্রন্ট ডেস্ক এক্সিকিউটিভ পদে চাকরিএকাধিক চাকরি দিচ্ছে সেভেন সার্কেল লিমিটেড১২২ জনকে চাকরি দেবে সিলেট গ্যাস ফিল্ডসশিপিং কর্পোরেশনে ১৬ জনের চাকরির সুযোগরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ১২ পদে চাকরিপরিবার পরিকল্পনা অধিদফতরে চাকরির সুযোগএকাধিক চাকরি দিচ্ছে সাবমেরিন ক্যাবল কোম্পানি

> এ ছাড়া সপ্তাহের অন্যান্য চাকরির খোঁজ পেতে অনলাইন জব পোর্টাল জাগোজবস ডটকম ভিজিট করতে পারেন।

এসইউ/এএ/এমএস