পাত্র খুঁজতে পত্রিকায় বিজ্ঞাপনএক ভদ্রমহিলা পত্রিকায় বিজ্ঞাপন দিলেন যে, তিনি একজন পাত্র খুঁজছেন। যে তাকে কখনো ছেড়ে যাবে না। কখনো গায়ে হাত তুলবে না। সব সময় ভালোবাসায় ভরিয়ে রাখবে।
পরদিন কলিংবেল বেজে উঠল। ভদ্রমহিলা দরজা খুলতেই দেখলেন হাত-পা বিহীন এক লোক দরজায় বসে আছেন। পরিচয় জিজ্ঞেস করতেই লোকটি বললেন, ‘আমি পাত্র হিসেবে ইন্টারভিউ দিতে এসেছি।’
****
প্রতিদিন পুলিশের মার খাওয়া যুবকপ্রথম বন্ধু: আমি কখনো পুলিশের মার খাইনি। দ্বিতীয় বন্ধু: আমি প্রায় প্রতিদিনই খাই। প্রথম বন্ধু: বলিস কী? ভয়ঙ্কর ব্যাপার তো!দ্বিতীয় বন্ধু: কী আর করা! আমার আব্বু একজন পুলিশ অফিসার!
****
কাউকে কিছু দিতেই চায় নাবিকেলে মিন্টু সঙ্গে তার বন্ধু পিন্টুর দেখা- মিন্টু: জানিস, তোর বাবা কাল আমাকে গালি দিয়েছে!পিন্টু: বলিস কি? তুই তো তাহলে মহা ভাগ্যবান।মিন্টু: কেন?পিন্টু: আরে, আমার বাবা এত কিপটা যে কাউকে কিছু দিতেই চায় না।
এসইউ/জিকেএস