জাগো জবস

এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটালে একাধিক পদে চাকরি

ডিজিটাল মার্কেটিং সলিউশন প্রোভাইডার কোম্পানি এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটালে ৪টি পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটাল

পদসমূহ১. ক্রিয়েটিভ গ্রাফিক অ্যান্ড অ্যানিমেশন ডিজাইনার (ফুল টাইম) ২. ক্রিয়েটিভ গ্রাফিক ডিজাইনার (ইন্টার্ন) ৩. কাস্টমার রিলেশনশিপ ম্যানেজার (ইন্টার্ন) ৪. কনটেন্ট রাইটার অ্যান্ড ডেভেলপার (ইন্টার্ন)

চাকরির ধরন: বাসায় বসে কাজ করার সুযোগপ্রার্থীর ধরন: নারী-পুরুষ

আবেদনের নিয়ম: গ্রাফিক ডিজাইনার এবং অ্যানিমেশন ডিজাইনার পদে আবেদনের জন্য কোনো সিভি প্রয়োজন নেই। শুধু আবেদনকারীর আকর্ষণীয় পোর্টফলিও এবং এক্সিলেন্স বাংলাদেশ ডিজিটালের চাকরির বিজ্ঞাপনের পোস্টারকে আরও ক্রিয়েটিভ এবং আকর্ষণীয় করে তুলতে হবে। কনটেন্ট রাইটিং এবং ডেভেলপিংয়ের জন্য নিজের ডেভেলপ করা কিছু কনটেন্ট পাঠাতে হবে।

পাঠানোর নিয়ম: আগ্রহীরা digital.excellencebangladesh@gmail.com ঠিকানায় মেইল করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ২২ মে ২০২১

সূত্র: জাগোজবস ডটকম

এসইউ/এএসএম