আমি কেমন আছিবাস্তবতা থেকে অনেক দূরে সরে এসেছি।এখানে পরাবাস্তব এক মাংসল সত্তা জেগে আছে—ধীরে ধীরে একক সত্তায় রূপান্তরিত হচ্ছি,বহুত্ববাদ হারিয়ে যাচ্ছে মন থেকে।অনেকটা বিচ্ছিন্ন জীবন কাটছে আজকাল—জানি না এভাবে কতকাল কতটা সময় চলবে।স্বজনের তালিকা ক্রমেই সংকীর্ণ হয়ে গেছে—আমার আমিই কেবল আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি।তাই বিগত দিনের মনপ্রতিবেশী আজ জানে না;আমি কেমন আছি, কীরকম ভাবে বেঁচে আছি...
****তবু চলছে জীবনএখানেই এসে থেমে গেছে জীবনের নদী—আর কোনো শাখা নেইনেই কোনো স্রোত।এখানে আসে না ভেসে পাল তোলা নাও—শিশুদের নেই কোলাহল,নেই জলকেলি খেলা।তবু চলছে জীবন হতাশার বাঁকে বাঁকে—গ্রীষ্ম-বর্ষায় ব্যর্থতার জোয়ার আসে,শরত ও হেমন্তে তথৈবচ কাটে।শীতেও হয় না ব্যতিক্রম—বসন্ত শুধুই পথের ধুলো মাখে,এখনো জীবন চলে কুয়াশার বাঁকে বাঁকে।
****তোর জন্য শীতকাব্যও সোনা বউ, বড্ড বেশি শীত পড়েছে,এবার একটু আয় না কাছে।আর কতকাল দূরে থেকে কষ্ট দিবি,একলা শুয়ে হাড়কাঁপানো রাত কাটাবি?আয় না কাছে বুকের মাঝে—এলে পাবি আমার বুকে উষ্ণ আরাম,তোর শরীরের পরশে আমার শরীরজুড়ে বইবে গরম।ও সোনা বউ, কতদিন তোর পাই না ছোঁয়া,শীত গেলে আর এমন মজা যায় না পাওয়া।একটি বারের জন্য হলেও আয়রে কাছে,ও সোনা বউ, বড্ড বেশি শীত পড়েছে।এইচআর/পিআর