আন্তব্যাংক ব্যবস্থায় লেনদেন দ্রুত ও ঝুকিমুক্ত করতে সুইডেন ভিত্তিক সিএমএ স্মল সিস্টেমস এবির সঙ্গে চুক্তি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমানের উপস্থিততে দুই পক্ষের মধ্যে চুক্তি সাক্ষর হয়। বাংলাদেশ ব্যাংকের পক্ষে নির্বাহী পরিচারক শুভংকর সাহা ও সিএমএ স্মল সিস্টেমস এবির এলেক্সি নাজারব চুক্তিতে সই করেন।এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবির আর্থিক সহায়তায় প্রবাসী আয় ও পেমেন্টস সিস্টেম অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় রিয়াল টাইম গ্রোস সেটেলমেন্ট শীর্ষক এই চুক্তি করা হলো। চুক্তি সাক্ষর অনুষ্ঠানে গভর্নর বলেন, এই চুক্তির ফলে আন্তব্যাংক লেনেদেনে নতুন মাত্রা যোগ হলো। এর মাধ্যমে ব্যাংকের গ্রাহক দ্রুত সেবা পাবেন, লেনদেন করতে পারবে।স্থানীয় মুদ্রার লেনদেনের পাশাপাশি এ ব্যবস্থায় বৈদেশিক মুদ্রার লেনদেনও সহজ হবে বলে জানান তিনি।