অমর একুশে বইমেলায় বাবুই প্রকাশনী থেকে প্রকাশিত হচ্ছে ফখরুল হাসানের চতুর্থ কাব্যগ্রন্থ ‘মনমন্দিরে সেই তুমি’। বইটির প্রচ্ছদ করেছেন আর করিম। মূল্য ধরা হয়েছে ১৬০ টাকা।
বইটি সম্পর্কে কবি বলেন, ‘কবিতাগুলো সাজানো হয়েছে প্রেম-বিরহের কবিতা দিয়ে। প্রতিটি কবিতাই একজন ব্যর্থ প্রেমিকের হাহাকার। এ ছাড়া সামাজিক দ্বন্দ্বে প্রেম কীভাবে চক্ষুশূল হয়, সেই বিষয়গুলো কবিতায় লিপিবদ্ধ হয়েছে।’
২০১৬ সালে ফখরুল হাসানের প্রথম কাব্যগ্রন্থ ‘হৃদয় পোড়া গন্ধ’ প্রকাশ হয়। বইটি প্রকাশ করে হাওলাদার প্রকাশনী। একই প্রকাশনী থেকে ২০১৭ সালে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘নিমগ্ন দহন’।
২০১৮ সালে বাবুই প্রকাশনী থেকে প্রকাশ হয় কাব্যগ্রন্থ ‘দহন দিনের গান’। ২০২০ সালে কালান্তর থেকে প্রকাশ হয় ‘বিজয় নিশান’।
য়ারোয়া বুক কর্নার থেকে প্রকাশ হয় গল্পগ্রন্থ ‘দাম্পত্যের অন্তরালে’ এবং পদক্ষেপ বাংলাদেশ থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘গল্পগুলো বিজয়ের’। ২০২১ সালে প্রিয় বাংলা প্রকাশন থেকে প্রকাশ হয় শিশুতোষ গল্পগ্রন্থ ‘ভূতপুরের ভূতনাথ’।
এসইউ/জিকেএস