অমর একুশে বইমেলা উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে লাবিবা সালাতের উপন্যাস ‘একান্নবর্তী দীর্ঘশ্বাস’। বইটি প্রকাশ করছে ঘাসফুল প্রকাশনী।
বইটির নান্দনিক প্রচ্ছদ করেছেন শামীম আরেফিন। মুদ্রিত মূল্য ২৫০ টাকা। রকমারি ডটকমে প্রি-অর্ডার চলছে ২১৫ টাকার বিনিময়ে।
উপন্যাস সম্পর্কে হিমাদ্রী চৌধুরী বলেন, ‘হঠাৎ পাওয়া দিনলিপির ভাষায় সুপ্ত থাকা গুপ্ত ঝড় জীবনের একান্নবর্তী যাপনে দীর্ঘদেহী শ্বাস হয়ে ওঠার আশ্চর্য এক প্রকল্প এ উপন্যাস।’
তিনি বলেন, ‘লাবিবা সালাত তার ভাষার গাঁথুনিতে দেখাতে চেয়েছেন মুগ্ধতার অভিশাপগ্রস্ত জীবন ব্যাকরণের বৈরীতা, আঁকতে গিয়ে দীর্ঘশ্বাসের একান্নবর্তী আচরণ, অবচেতনতায় এঁকে ফেলেছেন নিদারুণ এক জার্নি; যার অনেকাংশই মূলত সাইকোলজিক্যাল।’
এসইউ/জিকেএস