গল্পকার ও চিত্রশিল্পী আইয়ুব আল আমিন। এবার বইমেলায় তার দ্বিতীয় গল্পগ্রন্থ ‘বুক ও পিঠের গল্প’ প্রকাশ হয়েছে। ২১টি গল্প নিয়ে সাজানো বইটি প্রকাশ করেছে কিংবদন্তী পাবলিকেশন। প্রচ্ছদ এঁকেছেন কলকাতার চিত্রশিল্পী সৌরীশ মিত্র।
বই সম্পর্কে আইয়ুব আল আমিন বলেন, ‘আমি সেই অর্থে কখনো গল্প লিখতে চাইনি এবং সেটা পারিও না হয়তো। নিজের বা কাছের মানুষগুলোর জীবনের কিছু অভিজ্ঞতা বা স্মৃতি যেগুলো আমি দীর্ঘদিন বুকে বয়ে বেড়াচ্ছি; সেগুলোই নিজের মতো করে সাজাবার চেষ্টা করেছি। সাজাতে গিয়ে অদ্ভুতভাবে খেয়াল করলাম, মোটাদাগে মানুষের জীবনের গল্পগুলো মূলত সুখের এবং দুঃখের। এর বাইরে আর কিছুই নেই। বইয়ের নামটা সে কারণেই বুক ও পিঠের গল্প।’
তিনি বলেন, ‘এগুলো লিখতে গিয়ে কোনো নিয়ম বা ব্যাকরণের ধারেকাছেও যাইনি। কারণ আমি মনে করি, মানুষের গভীর আবেগ বা অনুভূতি প্রকাশ কখনো নিয়ম মেনে হয় না। ঠিক যেন নদীর স্রোতের মতো, কখন কোথায় কীভাবে এর বাঁক বদল হবে সে নিজেও জানে না।’
চিত্রা প্রকাশনী থেকে তার ‘কামনা বাসনালয়’ নামে একটি গল্পগ্রন্থ প্রকাশিত হয়েছিল ২০১৯ সালে। সেটিও পাঠকমহলে বেশ প্রশংসিত হয়েছিল।
আইয়ুবের জন্ম কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায়। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে চিত্রকলায় পড়াশোনা করলেও ইতোমধ্যে খ্যাতি পেয়েছেন প্রচ্ছদশিল্পী হিসেবে। এবারের বইমেলায় প্রকাশিত চার শতাধিক বইয়ের প্রচ্ছদ করেছেন তিনি।
তার বুক ও পিঠের গল্প বইটি বইমেলার ৭৪ নম্বর স্টলে এবং রকমারি ডটকমে পাওয়া যাচ্ছে।
এমআই/এসইউ/জেআইএম