জোকস

বিদ্যাসাগরের মজার ঘটনা: পয়সার গরম

ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তখন সংস্কৃত কলেজের অধ্যক্ষ। তিনি যে কোনো ঋতুতে গায়ে খদ্দরের চাদর আর কাঠের খড়ম পরে ক্লাস নিতে যেতেন।

মাঘ মাসের শীতের সকালে এভাবে ঈশ্বরচন্দ্রকে ক্লাস নিতে যেতে দেখে প্রায়ই হিন্দু কলেজের এক ইংরেজ সাহেব ক্ষ্যাপানোর জন্য বলতেন, ‘কী হে, বিদ্যার সাগর, বিদ্যার ভারে বুঝি ঠান্ডা লাগে না তোমার?’

বিদ্যাসাগর প্রতিদিন কথা শুনতেন, কিন্তু কিছু বলতেন না। একদিন শীতের সকালে ক্লাস নিতে যাওয়ার সময় সেই ইংরেজের সঙ্গে দেখা।

সেই একই প্রশ্ন করার সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্র একটা কয়েন বের করে বললেন, ‘এই যে গুঁজে রেখেছি, পয়সার গরমে আর ঠান্ডা লাগে না। এবার হলো তো?’

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এসইউ/এমএস