আসল নামের চেয়ে মার্ক টোয়েন নামেই বেশি প্রসিদ্ধ তিনি। আমেরিকান লেখক, সফল উদ্যোক্তা, প্রভাষক ও প্রকাশক ছিলেন মার্ক টোয়েন। ধ্রুপদী কিশোর সাহিত্যধারায় তার সমকক্ষ কেউ নেই।
তখন তিনি খ্যাতির চূড়ায়। প্রায়ই দূর-দূরান্তে ভাষণ দেওয়ার জন্য তার ডাক পড়ত। তেমনি এক ভ্রমণে গিয়েছেন তিনি। অনুষ্ঠানের আগে এক নাপিতের কাছে গেলেন দাঁড়ি কামাতে।
কথায় কথায় নাপিতকে বললেন, এই শহরে এটি তার প্রথম ভ্রমণ। প্রত্যুত্তরে নাপিত বললেন, ভালো একটা সময় এসেছেন সাহেব।
টোয়েন বললেন, তাই বুঝি? কেন? খুশি হয়ে নাপিত জবাব দিলেন, আজ মার্ক টোয়েন ভাষণ দেবেন। আপনিও যেতে চাইবেন নিশ্চয়!
টোয়েন বললেন, তাই তো মনে হচ্ছে! নাপিত খুব উদ্বিগ্ন হয়ে বললেন, আপনি টিকিট কেটেছেন তো নাকি?
টোয়েন বললেন, না, না তো! নাপিত বললেন, হায় খোদা! সব টিকিট যে বিক্রি শেষ। তো আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে দেখছি!
টোয়েন বললেন, আমার ভাগ্যটা দেখুন। এই লোকের প্রতিটি ভাষণের সময় আমাকে দাঁড়িয়ে থাকতে হয়!
লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত
প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।
কেএসকে/জেআইএম