জোকস

শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: শ্রমিক আশ্রমিক

বাংলা সাহিত্যের এক রসিক লেখক দাদাঠাকুর শরৎচন্দ্র। হাস্যরস ছিল তার জীবনজয়ের মন্ত্র। অসম্ভব চরিত্রের দৃঢ়তা, অনমনীয় মানসিক শক্তি, কঠোর কর্তব্যপরায়নতা। দাদাঠাকুর ছিলেন স্বভাব কবি এবং তীক্ষ্ণধী, সমাজ সচেতন লেখক। তবে দাদাঠাকুর সেসময় সবার কাছে বেশ জনপ্রিয় ছিলেন তার রসবোধের জন্য।

তিনি একপার্ট এডভার্টাইজিং-এর কানাই বাবুর ঘরে নিয়মিত আসতেন। দুজনের মধ্যে মাঝে মাঝে কবিতার লড়াই লেগে যেত। দাদাঠাকুরের সঙ্গে কানাই। বাবু পেরে উঠতেন না।

দাদাঠাকুর সেকালের বিখ্যাত কবি রামশৰ্মার পুত্র রামেন্দ্রকৃষ্ণ ঘোষকে বিশেষ পছন্দ করতেন। একদিন রামেন্দ্ৰীকৃষ্ণর এক পরিচিতের সঙ্গে দেখা হলে দাদাঠাকুর জানতে চান, রামু (অর্থাৎ রামেন্দ্রকৃষ্ণ) কোথায় জানিস?

পরিচিত ব্যক্তি উত্তর দেন, উনি তো আশ্রমে আছেন।

এ কথা শুনে দাদাঠাকুর বলেন, তাই নাকি? বেশ আছে। তবে একটা কথা জেনে রাখা যারা শ্রম করে খায় তারা হল শ্রমিক আর যারা বিনাশ্রমে খায়। তারা আশ্রমিক। এই কথাটা রামুকে জানিয়ে দিস। বলবি, আমি বলেছি।

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/জিকেএস