জোকস

আজকের জোকস: পতিভক্ত স্ত্রীর আবদার

পতিভক্ত স্ত্রীর আবদারএক বেখেয়াল স্বামী আর পতিভক্ত স্ত্রীর গল্প। স্বামী রাতে পানি চাইলো স্ত্রীর কাছে। স্ত্রী পানি এনে দেখলো স্বামী ঘুমিয়ে পড়েছে। এরপর সে সারারাত পানি নিয়ে দাঁড়িয়ে রইলো পতির ঘুম ভাঙার অপেক্ষায়।ভোরবেলা স্বামী চোখ খুলেই বিষয়টি বুঝতে পেরে খুব খুশি হলো। আনন্দিত কণ্ঠে স্ত্রীকে বললো—স্বামী: বলো কী চাও আমার কাছে? আজ যা চাও তাই দিবো!স্ত্রী: গোলামের পুত, আমারে তালাক দে, এখনি।

****

ছাত্রের জ্বরশিক্ষক: তাহলে আপনি বলতে চাচ্ছেন, আবিরের খুব জ্বর হয়েছে এবং ও আজ স্কুলে আসতে পারবে না?এপাশ থেকে: হু!শিক্ষক: আপনি কে বলছেন?এপাশ থেকে: আমার আব্বু বলছি।

****

ডাক্তার রোগীর পকেটে যা পেলো১ম বন্ধু: ডাক্তারের কাছে গিয়েছিলি?২য় বন্ধু: গিয়েছিলাম।১ম বন্ধু: তোর বুকে যা ছিল খুঁজে পেয়েছেন?২য় বন্ধু: প্রায় সবটাই।১ম বন্ধু: মানে?২য় বন্ধু: মানে আমার বুকপকেটে ছিল ১০১ টাকা।

কেএসকে/এএসএম