ফাইনালে ওঠার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজকে মাত্র ২২৭ রানের লক্ষ্য দিয়েছিল বাংলাদেশ। বোলিংয়ে নেমেই ক্যারিবিয়ান ব্যাটসম্যানদের তোপের মুখে পড়েন টাইগাররা। আক্রমণাত্মক ব্যাটিং করে শুরু থেকেই বাংলাদেশের বোলারদের চাপে রেখেছেন ক্যারিবীয় ব্যাটসম্যানরা; কিন্তু তারপরও জয়ের আত্মবিশ্বাস হারাননি মিরাজরা। এমনটাই জানালেন বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদি হাসান মিরাজ।বৃহস্পতিবার মিরপুর শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মিরাজ বলেন, ‘আসলে আমাদের শুরু থেকেই বিশ্বাস ছিল যে ম্যাচটি জিতব; কিন্তু শেষ দিকে যখন বাউন্ডারি হয়ে গেলো, তখনই মনে হল যে আমরা ম্যাচটি হেরে গেছি। এর আগ পর্যন্ত বিশ্বাস ছিল যে আমরা জিতব। ১৬ বলে ১০ রানে ৩ উইকেট লাগত, তখনও বিশ্বাস ছিল আমরা পারব। আমাদের বিশ্বাস ভালো ছিল আজকে।’যদিও ম্যাচের চিত্র দেখে এদিন মনে হয়নি জয়ের বিশ্বাস ছিল বাংলাদেশের। গ্রাউন্ড ফিল্ডিংয়ের বাজে অবস্থা ছিল চোখে পড়ার মত। এছাড়াও দুটি গুরুত্বপূর্ণ ক্যাচ ছেড়েছে তারা। তাই শেষপর্যন্ত পরাজয় বরণ করতে বাধ্য হয় যুব টাইগাররা। অথচ টুর্নামেন্ট শুরুর আগে এই ওয়েস্ট ইন্ডিজকে টানা তিন ম্যাচ হারিয়েছিল বাংলাদেশের যুবারা।আগের ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে আজকের ওয়েস্ট ইন্ডিজের পার্থক্য কোথায় তা জানতে চাইলে মিরাজ বলেন, ‘ওরা যখন প্রথম বাংলাদেশে আসে তখন স্পিন খেলতে পারত না, অ্যাডজাস্ট করেতে পারত না। এ টুর্নামেন্টে খেলে অভ্যস্ত হয়ে উঠেছে। আমাদের স্পিনারদের খুব ভালোমত খেলতে পেরেছে। সবচেয়ে বড় কথা ওদের ব্যাটসম্যানরা খুব ভালো ক্রিকেট খেলতে পারছে। যখন আমাদের সঙ্গে সিরিজ খেলছে, তখন শুরুটা ভালো করতে পারত না। ওরা কন্ডিশনের সঙ্গে পুরো মানিয়ে নিয়েছে। ওরা বুঝতে পারছে যে, এখানে কিভাবে খেলতে হবে।’আরটি/আইএইচএস/এমএস