একা এক ম্যাককালামের জন্যই ইতিহাসের পাতায় আলাদা মহিমা নিয়ে সবার স্মরনীয় হয়ে থাকবে ওয়েলিংটন টেস্ট। অভিষেকের পর থেকে যে টানা শততম টেস্ট খেলতে নামলেন তিনি এই ম্যাচেই! ইতিহাস গড়ার দিনে কিন্তু হতাশ করেছেন ব্রেন্ডন ম্যাককালাম। শততম টেস্টেই তিনি কি না গোল্ডেন ডাক! ৭ বল মোকাবেলায় কোন রান না করেই আউট হয়ে গেলেন তিনি। দলের অবস্থা সম্ভবত আর না বলেও চলে। কারণ, অস্ট্রেলিয়ান বোলারদের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়েছে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইনআপ। বেসিন রিজার্ভের সবুজ ফাঁদে টস জিতে চোখ বন্ধ করে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অসি অধিনায়ক স্টিভেন স্মিথ। আমন্ত্রিত হয়ে ব্যাট করতে নেমে মাত্র ১৮৩ রানেই অলআউট কিউইরা। পেস এবং স্পিন- দ্বিমুখি আক্রমণে দিশাহারা নিউজিল্যান্ড। একদিক থেকে জস হ্যাজলউড এবং পিটার সিডল। অপরদিক থেকে নাথান লায়ন। এই ত্রিফলার আক্রমণেই নিজেদের মাটিতে দ্রুত অলআউট হয়ে গেলো কিউইরা। লোয়ার মিডল অর্ডারে মার্ক ক্রেইগ ৪১ রানে অপরাজিত না থাকলে নিউজিল্যান্ড দেড়শ’ও পার হতো কি না সন্দেহ।ব্যাট করতে নেমে মার্টিন গাপটিল আর টম লাথামের জুটি টিকেছিল মাত্র ১৭ রান। ৬ রান করে ফেরেন লাথাম। ৩৮ রানে বিদায় নেন গাপটিলও। দলীয় ৪৭ রানে আউট হয়ে যান কেনে উইলিয়ামসন। অভিষিক্ত হেনরি নিকলস ব্যাট করতে নামেন চার নম্বরে। তিনিও আউট হয়ে যান মাত্র ৮ রান করে। কিউইদের বিপর্যয় আরও দীর্ঘায়িত হয় ম্যাককালামের গোল্ডেন ডাকের কারণে। মিডল অর্ডারে কোরি অ্যান্ডারসন বিজে ওয়াটলিংকে সাথে নিয়ে চেষ্টা করে ঘুরে দাঁড়ানোর ৩৭ রানের জুটি গড়ে। ১৭ রান করে ওয়াটলিং আউট হয়ে গেলে আবারও ধাক্কা খায় নিউজিল্যান্ড। এরপর ব্রেসওয়েলও আউট হয়ে যান দ্রুত। ৯৭ রানেই নিউজিল্যান্ডের নাই হয়ে যায় ৭ উইকেট।এরপর ৪০ রানের জুটি গড়েন এন্ডারসন আর মার্ক ক্রেইগ। ৩৮ রান করে দলীয় ১৩৭ রানের মাথায় আউট হয়ে যান এন্ডারসন। একই সময় নবম উইকেট হিসেবে আউট হন টিম সাউদিও। দশম উইকেট জুটিতেই অস্ট্রেলিয়ার বোলারদের যা ভুগিয়েছেন মার্ক ক্রেইগ আর ট্রেন্ট বোল্ট। ইনিংসের সবচেয়ে বড়, ৪৬ রানের জুটি গড়েন এ দু’জন। ২২ বলে ২৪ রান করে বোল্ট আউট হয়ে গেলে থেমে যায় নিউজিল্যান্ডের ইনিংস।জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়াও যে খুব স্বাচ্ছন্দ্যে ব্যাট করতে পেরেছে সেটাও নয়। টিম সাউদির তোপের মুখে ৫ রানের মধ্যেই দুই ওপেনারকে হারিয়ে বসে তারা। বোজ বার্নস শূন্য এবং ওয়ার্নার করেন ৫ রান। তবে তৃতীয় উইকেট জুটিই বাঁচিয়ে দেয় অস্ট্রেলিয়াকে। উসমান খাজাকে নিয়ে ১২৬ রানের জুটি গড়েন অধিনায়ক স্মিথ। দলীয় ১৩১ রানের মাথায় ১১২ বলে ৭১ রান করে আউট হন স্মিথ। তবে ৯৬ বলে ৫৭ রান করে অপরাজিত রয়ে গেলেন উসমান খাজা। তার সঙ্গী হিসেবে ৭ রানে রয়েছেন অ্যাডাম ভোজেস।আইএইচএস/পিআর