তৈরি হচ্ছে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকার প্রতি ভালোবাসা জানান দিতে ‘প্রাণসখা ঢাকা’ অনুষ্ঠানের মঞ্চ। শাহবাগের জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় তৈরি হচ্ছে এ অনুষ্ঠানের জমকালো মঞ্চ।‘লাভ ফর ঢাকা’ শ্লোগানকে সামনে রেখে শাহবাগ চত্বরে আয়োজিত এ অনুষ্ঠানের আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি)। রোববার সকাল ১০টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত চলবে এ অনুষ্ঠান।এ অনুষ্ঠানে থাকবে গুণীজনের কথা, ঢাকার ঐতিহ্যের প্রদর্শনী, ঢাকাইয়া খাবারের আয়োজন ও গানের কনসার্ট।এ অনুষ্ঠান নিয়ে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে মেয়র সাঈদ খোকন জানান, সিটি কর্পোরেশনর জন্য চলতি ২০১৬ সালকে পরিচ্ছন্নতার বছর ঘোষণা করা হয়েছে।এরই ধারাবাহিকতায় ঢাকাকে পরিচ্ছন্ন নগরী গড়ে তুলতে বিশ্ব ভালোবাসা দিবসে প্রিয়জনের পাশাপাশি নগরীকে ভালোবেসে রাস্তায় নামার আহ্বান জানিয়ে সাঈদ খোকন বলেছেন, ‘আমরা ভালোবাসার এ দিনটিতে সবাই শাহবাগে মিলিত হবো। সবাই একসঙ্গে সেদিন বলবো, ঢাকা আমি সত্যি সত্যি তোমায় অনেক ভালোবাসি।’ডিএসসিসির এ অনুষ্ঠানে নাগরিক সচেতনতা বাড়াতে সাংস্কৃতিক আয়োজনের সঙ্গে ‘প্রাণসখা ঢাকায়’ গান পরিবেশন করবেন রেজওয়ানা চৌধুরী বন্যা, জেমস, জলের গান, শিরোনামহীনসহ অনেকেই।এএম/বিএ