দায়িত্ব পালনের নামে পুলিশের অহেতুক হয়রানি, রং পার্কিং এর নামে ‘মিথ্যা’ মামলা, মাত্রাতিরিক্ত জরিমানা আদায়ের প্রতিবাদে সিলেটে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট পালন করছেন সিএনজিচালিত অটোরিকশা চালকরা। এতে ভোগান্তিতে পড়েছেন পরীক্ষার্থীসহ সাধারণ যাত্রীরা।রোববার সকাল থেকে সিলেট নগরীতে সিএনজিচালিত আটোরিকশা চলাচল বন্ধ রয়েছে। বিভিন্ন পয়েন্টে মিছিল ও পথসভা করছেন শ্রমিক নেতৃবৃন্দ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ধর্মঘট চলছে।ধর্মঘটের কারণে শিক্ষার্থীসহ সকল যাত্রীরা দুর্ভোগ পোহাচ্ছেন। অফিস ও শিক্ষা প্রতিষ্ঠানের যাত্রীরা অনেকটাই ভোগান্তিতে পড়েন। অটোরিকশা না পেয়ে যাত্রীরা বিভিন্ন পিকআপ ভ্যানে করে ঝুঁকি নিয়ে গন্তব্যে পৌঁছাতে দেখা গেছে।সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া জাগো নিউজকে জানান, প্রতিনিয়ত সিএনজি চালকদের বিরুদ্ধে পুলিশ অকারণে মামলা দায়েরসহ বিভিন্নভাবে হয়রানি করে যাচ্ছে। প্রয়োজনের অতিরিক্ত ফিস আদায় ছাড়াও অবৈধ পার্কিংয়ের নামেও করা হচ্ছে জরিমানা। বৈধ এই পরিবহনের মালিক শ্রমিকরা এসব হয়রানির কারণে মারা্মেক ক্ষতির সম্মুখীন হচ্ছেন।শনিবার বিকেলে এ ধর্মঘটের ডাক দেয় সিলেট জেলা অটোরিকশা শ্রমিক ইউনিয়ন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলে জানান শ্রমিক নেতারা।ছামির মাহমুদ/এসএস/এবিএস