মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
১৫ নভেম্বর ২০২২, মঙ্গলবার। ৩০ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ
বারী সিদ্দিকী পুরো নাম আবদুল বারী সিদ্দিকী। ১৯৫৪ সালের ১৫ নভেম্বর বাংলাদেশের নেত্রকোণা জেলায় এক সংগীতজ্ঞ পরিবারে জন্মগ্রহণ করেন। শৈশবে পরিবারের কাছে গান শেখায় হাতেখড়ি হয়। মাত্র ১২ বছর বয়সেই নেত্রকোণার শিল্পী ওস্তাদ গোপাল দত্তের অধীনে তার আনুষ্ঠানিক প্রশিক্ষণ শুরু হয়। তার গাওয়া শুয়া চান পাখি, আমার গায়ে যত দুঃখ সয়, সাড়ে তিন হাত কবর, পুবালি বাতাসে, তুমি থাকো কারাগারে, রজনী, আমার গায়ে যত দুঃখ সয় প্রভৃতি গানের জন্য সবচেয়ে বেশি পরিচিত। শ্রাবণ মেঘের দিন, রূপকথার গল্প, নেকাব্বরের মহাপ্রয়াণ, ও আমার দেশের মাটি, মাটির পিঞ্জিরা চলচ্চিত্রেও তিনি গান গেয়েছেন। ২০১৭ সালের ২৪ নভেম্বর মৃত্যুবরণ করেন।
হাসান আজিজুল হকবাংলাদেশি ঔপন্যাসিক ও ছোট গল্পকার। ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি বর্তমান ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার যবগ্রামে এক সম্ভ্রান্ত এবং একান্নবর্তী পরিবারে জন্মগ্রহণ করেন। বাংলা ভাষার অন্যতম প্রধান কথাসাহিত্যক হিসেবে পরিগণিত তিনি। ষাটের দশকে আবির্ভূত এই কথাসাহিত্যিক তার সুঠাম গদ্য এবং মর্মস্পর্শী বর্ণনাভঙ্গির জন্য প্রসিদ্ধ। জীবনসংগ্রামে লিপ্ত মানুষের কথকতা তার গল্প-উপন্যাসের প্রধানতম অনুষঙ্গ। রাঢ়বঙ্গ তার অনেক গল্পের পটভূমি। ‘আগুনপাখি’ তার রচিত প্রথম উপন্যাস। বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদক, স্বাধীনতা পুরস্কার, হুমায়ূন আহমেদ সাহিত্য পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। ২০১৮ সালের সেপ্টেম্বরে ‘সাহিত্যরত্ন’ উপাধি লাভ করেন। ২০২১ সালের ১৫ নভেম্বর মৃত্যুবরণ করেন।
ঘটনা১৭৯৫- লিয়েবে দিযেফের উদ্যোগে বাংলার প্রথম মঞ্চনাটক ‘ছদ্মবেশী’ মঞ্চস্থ হয়।১৮৩০- প্রথম ভারতীয় হিসেবে রাজা রামমোহন রায় ইংল্যান্ড যাত্রা করেন।১৮৫৯- প্রথম আধুনিক অলিম্পিক খেলা হয় গ্রিসের এথেন্সে।১৯২৬- রেডিও এনবিসি’র সম্প্রচার শুরু ২৪টি কেন্দ্র থেকে।১৯৯৭- মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান একটেল (বর্তমানে রবি) ঢাকায় সেবাদান কার্যক্রম শুরু করে।
জন্ম১৮৬২- জার্মান লেখক, কবি, নোবেল পুরস্কার বিজয়ী নাট্যকার গেরহার্ট হাউপ্টমান।১৮৭৪- ডেনিশ প্রাণীবিজ্ঞানী ও শারীরবিজ্ঞানী, নোবেল পুরস্কার বিজয়ী আগস্ট ক্রোঘ।১৮৭৫- ভারতের রাঁচি অঞ্চলের মুন্ডা আদিবাসী ও সমাজ সংস্কারক বিরসা মুন্ডা।১৮৯১- চিকিৎসক ও সাংবাদিক পশুপতি ভট্টাচার্য।১৮৯৬- বাংলাদেশি সমাজসেবক এবং দানবীর ব্যক্তিত্ব রণদাপ্রসাদ সাহা।১৯৮৬- ভারতীয় নারী টেনিস খেলোয়াড় সানিয়া মির্জা।
মৃত্যু১৮৫৬- প্রথম শবব্যবচ্ছেদকারী বাঙালি চিকিৎসক মধুসূদন গুপ্ত।১৯২৩- সাংবাদিক-সম্পাদক পাঁচকড়ি বন্দ্যোপাধ্যায়।১৯৭০- বাঙালি টপ্পাগায়ক কালীপদ পাঠক।১৯৮৭- বাঙালি গায়ক, সুরকার ও সংগীত শিল্পী শ্যামল মিত্র।২০২০- ভারতীয় বাঙালি চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা, আবৃত্তিকার সৌমিত্র চট্টোপাধ্যায়।
দিবসআন্তর্জাতিক কারারুদ্ধ লেখক দিবস।
কেএসকে/এএসএম