খেলাধুলা

এশিয়া ও বিশ্বকাপে শ্রীলংকার অধিনায়ক মালিঙ্গা

আসন্ন এশিয়া ও টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য লাসিথ মালিঙ্গাকে অধিনায়ক করে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড। ইনজুরির কারণে ওয়েস্ট ইন্ডিজ এবং ভারতের বিপক্ষে খেলতে পারেননি মালিঙ্গা। তবে এশিয়া ও বিশ্বকাপের দলে ফিরেছেন এ তারকা। অধিনায়ক মালিঙ্গা ছাড়াও দলে ফিরেছেন সহঅধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউজ। এছাড়াও দলে ফিরেছেন নুয়ান কুলাসেকেরা ও রঙ্গনা হেরাথ। তবে ভারতের বিপক্ষে দুর্দান্ত পারফরম করা কাসুন রাজিথার জায়গা হয়নি দলে। এছাড়াও দল থেকে বাদ পড়েছেন দীর্ঘদিন পর দলে ফেরা দিলহারা ফার্নান্ডো, সেকুগে প্রসন্ন, দানুস্কা গুনাথিলাকা, আসেলা গুনারাত্নে ও বিনুরা ফের্নান্ডো। শ্রীলঙ্কা দলঃ লাসিথ মালিঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, দিনেশ চান্দিমাল, তিলকারাত্নে দিলশান, নিরোশান দিকওয়েলা, শিহান জয়সুরিয়া, মিলিন্দা সিরিবর্দানা, দাসুন সানাকা, চামারা কাপুগেদেরা, নুয়ান কুলাসেকেরা, দুশমান্থা চামিরা, থিসারা পেরেরা, সচিত্রা সেনানায়েকে, রঙ্গনা হেরাথ ও জেফ্রি ভ্যানডারসে। আরটি/এএইচ/পিআর