অষ্টম জাতীয় বেতন কাঠামোয় সিলেকশন গ্রেড ও গ্রেড সমস্যা নিরসনে তৃতীয়বারের মতো সরকারকে বেধে দেয়া সময় বৃদ্ধি করলেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা।মঙ্গলবার বেলা সোয়া ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার্স ক্লাব ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের মহাসচিব অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, আগামী ৬ মার্চ বেতন বৈষম্য নিরোধ বিষয়ক কেবিনেট সাব-কমিটির সঙ্গে শিক্ষক নেতাদের বৈঠক হবে। শিক্ষকরা আশা করেন, ওই বৈঠকে তাদের সম্মানজনক একটি সমাধান হবে। সামাধান না হলে ৮ মার্চ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সাধারণ সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির প্রতিনিধিরা যে পরামর্শ দেবেন সে অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে। এক্ষেত্রে কঠোর পদক্ষেপও নিতে হতে পারে বলেও জানান এ শিক্ষক নেতা।এসময় মাকসুদ কামাল বলেন, সরকার বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছে। আমরা বলবো, সরকার যদি চায় বিশ্ববিদ্যালয়গুলোর মান বৃদ্ধিতে একটি নীতিমালা তৈরি করতে তাহলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সে নীতিমালা অনুযায়ী তাদের পাঠ কার্যক্রম চালাবে।এসময় ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, আমরা চাই না যে শিক্ষকরা ক্লাস বর্জন করবেন। আর ক্ষতিগ্রস্থ হবে শিক্ষার্থীরা। আমরা বারবার সরকারকে সমস্যা নিরসনে সময় দিয়েছি। এখনো দিচ্ছি। আশা করি, একটি সম্মানজনক সমাধান হবে। এমএইচ/এমজেড/পিআর