আবারও গানের মঞ্চে নতুন লড়াই দেখা যাবে স্টার জলসায়। শুরু হচ্ছে সুপার সিঙ্গারের নতুন সিজন। এতে সঞ্চালকের ভূমিকায় যীশু সেনগুপ্তকেই দেখা যাবে। তবে এবার পরিবর্তন আসছে বিচারকের প্যানেলে। এবার বিচারক হিসেবে থাকছেন সংগীতের ৩ তারকা- শান, মোনালি ঠাকুর, ও রুপম ইসলাম।
আগামীকাল অর্থাৎ শনিবার থেকে শুরু হবে এই অনুষ্ঠান। প্রতি সপ্তাহে শনি ও রবিবার রাত সাড়ে ৯টা থেকে সম্প্রচারিত হবে এই অনুষ্ঠান। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে অনুষ্ঠানে প্রতিযোগিদের ঝলকও। ভারতের কলকাতা থেকে শুরু করে শান্তিপুর ও অন্যান্য জেলার প্রতিযোগীরাও এতে অংশ নিতে পারবেন।
View this post on InstagramA post shared by Star Jalsha (@starjalsha)
এর আগে এই স্লটেই দেখা যেত নাচের প্রতিযোগিতা ‘ডান্স ডান্স জুনিয়র’-এর অনুষ্ঠান। এই অনুষ্ঠানে বিচারকের ভূমিকায় ছিলেন দেব, রুক্মিণী মৈত্র ও মনামী ঘোষ। এরই মধ্যেই শেষ হয়ে গিয়েছে এই অনুষ্ঠান। দর্শকদের পছন্দ ও বিচারকের পছন্দ অনুযায়ী বেছে নেওয়া হয়েছে একজন প্রতিযোগীকে। আর এবার সুরের জগতের সেরাকে বেছে নেওয়ার পালা।
এমএমএফ/এএসএম