খেলাধুলা

সোয়া ৯টায় টস হবে

ধর্মশালায় বৃষ্টি থেমেছে প্রায় এক ঘণ্টা আগে। এতক্ষণ চলছে মাঠ প্রস্তুত করার কাজ। ইতিমধ্যে মাঠও প্রস্তুত। এবার খেলা শুরুর অপেক্ষা। আইসিসি টুইটারের মাধ্যমে জানিয়েছে বৃষ্টি না হলে, আবহাওয়া ভালো থাকলে বাংলাদেশ সময় সোয়া ৯টায় টস করা যাবে। তবে কত ওভারের খেলা হবে সেটা এখনও জানানো হয়নি।৯টায় মাঠ পরিদর্শন করার কথা আম্পায়ারদের। তাদের সিদ্ধান্তের পরই জানানো হবে, কখন ম্যাচ শুরু হবে। এ সময়ই তারা জানাবেন কখন টস হবে। সোয়া ৯টাতেই খুব সম্ভাবনা রয়েছে টস হওয়ার। সোয়া ৯টায় টস হলে খেলা শুরুর সম্ভাবনা সাড়ে ৯টায়। তবে টস সাড়ে ৯টায় হলে খেলা শুরু হবে আরও ১৫ মিনিট পর।আইএইচএস/এবিএস