১৮১ রানের এক অসম্ভব লক্ষ্য পূরণ করার জন্য ব্যাট করতে নেমেছে ওমান। জিততে পারলেই সুপার টেন। কিন্তু ওমানের সেই লক্ষ্য সত্যিই অসম্ভব। কারণ, বাংলাদেশি বোলারদের সামনে শুরুতেই মহাবিপদে ওমান ব্যাটসম্যানরা।প্রথম ওভারেই ওপেনার জিশান মাকসুদকে হারিয়েছে ওমান। পেসার তাসকিন আহমেদের দুর্দান্ত বোলিংয়ের সামনে উইকেট হারিয়ে বসেন জিশান।প্রথম ওভারের দ্বিতীয় বলেই তাসকিনের বলে ছক্কা মারতে গিয়ে মাহমুদুল্লাহর হাতে ক্যাচ তুলে দেন ওমানের এই ওপেনার।এ রিপোর্ট লেখার সময় ১.৩ ওভারে ওমানের রান ১ উইকেট হারিয়ে ৩। ব্যাট করছেন জতিন্দর সিং এবং খাওয়ার আলি।আইএইচএস/বিএ