ইউনিয়ন পরিষদ নির্বাচনে কোনো প্রার্থীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলেই তার মনোনয়নপত্র প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার রাতে ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন নিয়ে দলের নেতারা বৈঠকে বসলে শেখ হাসিনা এমন নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতে সভাপতিত্ব করেন।সূত্র জানায়, ইউপি নির্বাচনে প্রার্থী মনোনয়নে তৃণমূল থেকে পাওয়া বিভিন্ন অভিযোগ যাচাই-বাচাইসহ সার্বিক বিষয় নিয়ে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড প্রধামন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলিত হন।বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রার্থীদের বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে মনোনয়নপ্রাপ্তদের প্রার্থিতা প্রত্যাহার করার।এএসএস/বিএ