জাতীয়

ফেসবুকে বন্ধুত্ব ফেসবুকেই ফাটল

রাজধানীর ধানমন্ডির অক্সফোর্ড ইন্টারন্যাশনাল স্কুলের এ লেবেলের ছাত্র নুরুল্লাহর (১৯) সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ওয়ারি র‌্যাঙ্কিন স্ট্রিট রোডের বাসিন্দা জুনাইদ আল ইমদাদের বন্ধুত্ব হয়। আবার সেই ফেসবুকে নুরুল্লাহর ওপর জুনাইদের শারীরিক নির্যাতনের ভিডিওচিত্র ছেড়ে  দেয়ায় উভয়ের বন্ধুত্বে ফাটলের সৃষ্টি হলো।ইন্টারনেটে ভিডিওচিত্র ছড়ানোর ফলে সামাজিক মর্যাদা ক্ষুন্ন হওয়ায় সোমবার রাতে জুনাইদের বিরুদ্ধে বাদি হয়ে নুরুল্লাহ ধানমন্ডি মডেল থানায় তথ্য প্রযুক্তি আইনে (মামলা নং ৭, ধারা ৩২৩,৩২৫/৫০৬ পেনাল কোড) একটি মামলা দায়ের করে। রাতে ধানমন্ডি মডেল থানা পরিদর্শনকালে মামলার তদন্তকারী কর্মকর্তা নুরুল হক এ তথ্য জানান।থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) সেলিম হোসেন বলেন, মামলাটি তদন্তের জন্য সাব ইন্সপেক্টর নুরুল হককে দায়িত্ব প্রদান করা হয়েছে। মামলার তদন্ত কার্যক্রম শুরু হয়ে গেছে। অভিযুক্ত জুনাইদকে গ্রেফতারে অভিযান চালানো হবে বলে তিনি জানান।নাম প্রকাশ না করার শর্তে থানার একজন কর্মকর্তা জানান, মামলার এজাহারে শুধুমাত্র ডেকে নিয়ে মারধরের কথা বলা হলেও কী কারণে মারধর করা হয়েছে তার উল্লেখ নেই। তদন্তকালে নেপথ্যে কারণ বেরিয়ে আসবে বলে ওই কর্মকর্তা জানান।মামলার এজাহারে বাদি নুরুল্লাহ বলেন, তার বাবার নাম নুরুল হুদা। সে তার বাবার সঙ্গে ১৪৭/এইচ গ্রিন রোড, পান্থপথ কলাবাগানে থাকেন। রোববার সকাল ৮টা ২৪ মিনিটে তার পূর্বপরিচিত ১২০/২ র‌্যাঙ্কিন স্ট্রিট মসজিদ সংলগ্ন ওয়ারি নিবাসী জুনাইদ আল ইমদাদ তার বাবার মোবাইল থেকে তাকে ফোন করে ধানমন্ডি দুই নম্বর রোডের স্টার কাবাব রেস্টুরেন্টের সামনে আসতে অনুরোধ জানায়।সকাল সাড়ে ১০টার দিকে সরল বিশ্বাসে সেখানে গেলে জুনাইদ তাকে পাচ নম্বর রোডের নির্জন লেক সংলগ্ন পার্কে নিয়ে কোনো কিছু বুঝে ওঠার আগে হত্যার উদ্দেশ্যে গলা চেপে ধরে কিল, ঘুষি, লাথি মেরে মারধর করতে থাকে। একপর্যায়ে অকথ্য ভাষায় গালিগালাজ করে চলে যায়। পরে মারধরের চিত্র ভিডিওতে আপলোড করে তাকে সামাজিকভাবে হেয়-প্রতিপন্ন করে। এসময় তাকে কোনো প্রকার আইনগত ব্যবস্থ না নিতে শাসায়।তদন্তের স্বার্থে পুলিশ এখনই কিছু বলতে চাইছে না। নারীঘটিত কারণে যে নুরুল্লাহকে মারধর করা হয়েছে তা আপলোডকৃত ভিডিওচিত্রে স্পষ্ট বোঝা যায়। এ বিষয়টিকে সামনে রেখে পুলিশ তদন্ত করছে। বেশ কিছু তথ্য জানলেও পুলিশ তদন্তের স্বার্থে এখনই কিছু বলতে রাজি হচ্ছে না।এমইউ/বিএ