নিজেদের ষষ্ঠ জাতীয় কাউন্সিলে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানিয়েছে বিএনপি। বুধবার বিকেলে ধানমন্ডিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যালয়ে শেখ হাসিনার আমন্ত্রণপত্র নিয়ে যান বিএনপি নেতারা।ধানমন্ডি কার্যালয়ে শেখ হাসিনার পক্ষে আমন্ত্রণপত্র গ্রহণ করেন তার বিশেষ সহকারী সৈয়দ আউয়াল শামীম ও মাসুম।বিএনপির প্রতিনিধি দলে দলটির সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক অাবুল খায়ের ভুইয়া, সহ দফতর সম্পাদক আবদুল লতিফ জনি, আসাদুল করিম ও যুবদলের সহ সভাপতি সেলিমুজ্জামান সেলিম আমন্ত্রণপত্র নিয়ে যান।আগামী ১৯ মার্চ রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির ষষ্ঠ কাউন্সিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তার ছেলে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান ইতোমধ্যে দলের নেতৃত্ব দেয়ার জন্য পুনর্নির্বাচিত হয়েছেন। এমএম/এআরএস/এবিএস