ওয়ালিদ জামান
তবু আমায় মনে রেখোনিছক পাওয়ার ভুলেমনের এক কোণে রেখোদুঃখ দিতে তুলে।
তবুও আমায় হঠাৎ দেখোএকটু পলক ফেলেমনের ভুলে একটু ডেকোখানিক সময় পেলে।
তবুও তোমার কষ্ট মেখোআমার চোখের জলেঅশ্রু নদী বাইতে শিখোইচ্ছে হঠাৎ হলে।
তবুও আমার পাশে থেকোমিথ্যে করে বলেমনের খাতায় একটু লিখোঅভিমানের ছলে।
এসইউ/জিকেএস