বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলাম ‘বাতিলের চক্রান্তের’ প্রতিবাদে হরতালে রাজধানীসহ সারাদেশে যখন স্বাভাবিক অবস্থা বিরাজ করছে তখন রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুলের সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে! শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতির পরও অঘোষিতভাবে ক্লাস বন্ধ করে দেয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।সূত্রে জানা গেছে, জামায়াতের ডাকা হরতালের কারণে সোমবার সকাল থেকেই প্রতিষ্ঠানটির সব কার্যক্রম বন্ধ রাখা হয়েছে। অবশ্য এর আগে অন্য দলগুলোর ডাকা হরতালগুলোতে শিক্ষা কার্যক্রম বন্ধ রাখেনি প্রতিষ্ঠানটি।সকালে ক্লাস করতে গিয়ে ফিরে আসা অষ্টম শ্রেণির এক শিক্ষার্থী জাগো নিউজকে জানান, হরতালে ভয়ের কারণে অনেকে ক্লাসে আসতে অনাগ্রহ দেখায়। তবে আজ (সোমবার) অনেক শিক্ষার্থী উপস্থিত থাকার পরও ক্লাস হয়নি।হরতালের কারণে ক্লাস পরীক্ষা বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকরা। অন্যান্য হরতালের দিনে ক্লাস পরীক্ষা অনুষ্ঠিত হলেও আজ বন্ধ রাখায় ক্ষোভ প্রকাশ করেন তারা।তবে স্কুলটির অধ্যক্ষ ড. শাহান আরা বেগম জাগো নিউজকে বলেন, হরতালের কারণে সকাল থেকেই শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতি কম ছিল। তাই ক্লাস-পরীক্ষা নেয়া সম্ভব হয়নি।জামায়াতের হরতালের কারণেই শিক্ষা কার্যক্রম বন্ধ রেখেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, এমনটি হওয়ার প্রশ্নই উঠে না। এর আগে হরতালের দিনেও আমরা ক্লাস-পরীক্ষা নিয়েছি। তবে আজ (সোমবার) উপস্থিতি কম ছিল, তাই ক্লাস নেয়া সম্ভব হয়নি।তবে মতিঝিল আইডিয়াল স্কুল বন্ধ থাকলেও রাজধানীর অন্যান্য স্কুল খোলা ছিল বলেও জানা গেছে।এমএম/আরএস/আরআইপি