জাতীয়

ডিএমপিকে পুলিশ ভ্যান উপহার দিলো র‌্যাংগস মটরস

দায়িত্ব পালনে সহযোগিতার জন্য ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) দু’টি পুলিশ ভ্যান উপহার দিল র‌্যাংগস মটরস লিমিটেড। সোমবার ডিএমপি সদর দফতরে কমিশনার মো. আছাদুজ্জামান মিয়ার কাছে গাড়ির চাবি হস্তান্তর করেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং মাহিন্দ্র অ্যান্ড মাহিন্দ্র এর কান্ট্রি ম্যানেজার পংকজ সিংহ।অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, র‌্যাংগস গ্রুপ সব সময়ই সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন সামাজিক কাজে সম্পৃক্ত রয়েছে। তাদের এ ধরনের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রম প্রশংসার দাবিদার। তাদের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন কমিশনার।চাবি হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (এ্যাডমিন) মো. শাহাব উদ্দীন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি এন্ড প্রসিকিউশন) দিদার আহমদ, জয়েন্ট কমিশনার (প্রটেকশন অ্যান্ড ডিপ্লোমেটিক সিকিউরিটি) জামিল আহমদ, উপ-কমিশনার (মিডিয়া এন্ড পাবলিক রিলেশনস) মো. মারুফ হোসেন সরদারসহ ডিএমপি’র ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।এআর/এআরএস/আরআইপি