বিনোদন

প্রিয়তির কোটি টাকার জীবনী!

বাংলাদেশের মেয়ে মিস আয়ারল্যান্ড মাকসুদা আক্তার প্রিয়তি দারুণ একটি খবর জানালেন। সেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে প্রভাবশালী এইচএমএল ম্যাগাজিনের সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। সেই চুক্তি অনুযায়ী ম্যাগাজিনটি প্রকাশ করবে প্রিয়তির জীবনী। তার জীবনী প্রকাশের অনুমতির বিনিময়ে প্রিয়তিকে এই ম্যাগাজিন থেকে এক লাখ ইউরো প্রদান করা হয়েছে। বাংলাদেশি টাকায় তা প্রায় এক কোটি টাকার কাছাকাছি বলেও জানান এই মিস আয়ারল্যান্ড। বিষয়টি নিয়ে প্রিয়তির উচ্ছ্বাসের শেষ নেই। আয়ারল্যান্ড থেকে ফেসবুকে তিনি জানান, ‘যুক্তরাষ্ট্রের এইচএমএল ম্যাগাজিন আমার জীবনী প্রকাশ করতে যাচ্ছে। কয়েকদিন আগে এই ম্যাগাজিনের পক্ষ থেকে আমার সঙ্গে যোগাযোগ করা হয়। তারপর ম্যাগাজিনের চারজন প্রতিনিধি আয়ারল্যান্ড এসে টানা সাত দিন আমার যাবতীয় তথ্য জেনে নেন।’তিনি আরো বলেন, ‘এ বিষয়ে আমাদের মাঝে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আগামী ৩ বছরের মধ্যে আমার জীবনের কোনো ঘটনা আর অন্য কোথাও বিক্রি করতে পারব না। আগামী মে মাস থেকে ধারাবাহিকভাবে আমার জীবনী প্রকাশ করার কথা রয়েছে।’ উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রথমসারির এই ম্যাগাজিনটি বিশ্বতারকা ও সুন্দরীদের জীবনী প্রকাশ করে থাকে। তারই ধারাবাহিকতায় এতে জায়গা পাচ্ছেন প্রিয়তি।এনই/এলএ/আরআইপি