সাহিত্য

গুচ্ছ কবিতা: আমার হৃদয় দুলছে কেন?

১.একটি ফুল ফুটেছেচাঁদের মতো সুন্দর।আমার হৃদয় দুলছে কেন?

২.সুগন্ধ আনতে সূর্য হতে হয়প্রবালের মতো উজ্জ্বল লড়াই করতেই হয়।

৩.তোমার চোখে হেলেনের চোখের ছায়াতোমার চোখে ব্ল্যাকহোল।আমি চেয়েছি, তোমার চোখ হবেভালোবাসার দজলা-ফোরাত।

৪.জানি, তোমার শরীর আমার প্রথম স্বর্গ।তবুও, আমি শুধু মনকেই আলিঙ্গন করতে চাই।

৫.গোলাপ হয়ে উঠতে চেয়েছিল মেয়েটিহতে পারেনিপ্রস্ফূটিত হওয়ার আগেই ঝরে যায় পথেই।

৬.শ্রাবণপ্লাবন ওঠে হৃদয়ে।তুমি কি শুধু মরিচীকা? আচমকা জেগে উঠি, দেখিকোমল দাগ লাগিয়ে দিলে সবুজ বাগানে।

৭.তার মুখে প্রতিচ্ছবি সাধারণ জনতারআরও ছবি লাল সবুজ হলুদ মমতার।

৮.আমি তোমার নাম দিলাম নীলগিরি।চুল আঁচড়াও ঘন বাতাসেশিশির বিন্দু মুখে এক সাহসিকা তুমি।

এসইউ/জিকেএস