ওয়ালিদ জামান
একটা তুমি
একটা তুমি মনের ভেতর থাকোএকটা তুমি অনেক দূরেএকটা তুমি আড়াল থেকে দেখোএকটা তুমি দু’চোখ ভরে!
একটা তুমি আমার কথা রাখোএকটা তুমি ছেড়া তারেএকটা তুমি ভালোবাসা মাখোএকটা তুমি অচিনপুরে!
একটা তুমি গায়ের গন্ধ শোঁকোএকটা তুমি দূর পাহাড়েএকটা তুমি তোমার দুঃখ রুখোএকটা তুমি বাহুডোরে!
একটা তুমি জড়িয়ে থাকা সুখওএকটা তুমি শূন্য হৃদয়জুড়েএকটা তুমি আগলে রাখা দুঃখওএকটা তুমি জিতিয়ে দেওয়া হারে!
****
নির্লজ্জ ভালোবাসা
যদি প্রভাত আসার আগেভালোবাসা বন্দি হতে আসেখুব অভিমান হিংস্র রাগেঅকাল কোনো সর্বনাশে!
যদি কোনো ভরদুপুরেভালোবাসা বিষাদ নিয়ে আসেখুব যতনে আমায় পুড়েতোমার দেওয়া বিষে!
যদি কোনো সন্ধ্যাবেলাভালোবাসা আঁধার নিয়ে আসেখুব জমানো অবহেলানির্লজ্জ হাসি হাসে!
যদি কোনো গভীর রাতেভালোবাসা মুক্ত হতে আসেখুব খেয়ালে কারো সাথেমিথ্যে ভালোবাসে!
এসইউ/