বলিউড তারকা আমির খানের মেয়ে ইরা খানের বিয়ের সব আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে গতকাল (৩ জানুয়ারি)। ইরা তার দীর্ঘদিনের প্রেমিক নুপূর শিখারেকে বিয়ে করেছেন।
ইরার বিয়েতে উপস্থিত ছিলেন আমির খানের প্রথম স্ত্রী রীনা দত্ত তথা ইরার মা, আমিরের সাবেক স্ত্রী কিরণ রাও এবং বর্তমানে যাকে নিয়ে গুঞ্জন সেই ফাতিমা সানা শেখও। আরও উপস্থিত ছিলেন আমিরের পরিবারের অন্যান্য সদস্যরা।
আরও পড়ুন: বিয়ে করলেন আমির খানের মেয়ে ইরা
এদিকে সেই বিয়ের আসর থেকেই একটি ভিডিও ভাইরাল হয়েছে। এ ভিডিও নিয়ে আমির সংবাদের শিরোনাম হয়েছেন। ভিডিওটি নিয়ে চারদিকে ব্যাপক আলোচনা-সমালোচনা হচ্ছে।
A post shared by Viral Bhayani (@viralbhayani)
এ ভিডিওতে দেখা গেছে, মেয়ের বিয়েতে ক্যামেরার জন্য পোজ দেওয়ার সময় প্রথম স্ত্রীর উপস্থিতিতেই দ্বিতীয় স্ত্রী কিরণের গালে চুমু খান আমির।
আরও পড়ুন: আসছে প্রভাসের ‘সালার-২’, প্রযোজক জানালেন মুক্তির তারিখ
এ চুমু দেওয়ার সময়ে কিরণের পাশে ছিল আজাদ, আমির-কিরণের ছেলে। দুই স্ত্রীর সঙ্গেই বিবাহ-বিচ্ছেদ হয়েছে আমিরের। কোভিডের সময়ে দ্বিতীয় স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা ঘোষণা করেন আমির। যদিও তাদের মধ্যে সম্পর্ক তিক্ত হয়নি। মাঝে মধ্যেই দুজনকে একত্রে শুটিং সেটে, বা ডিনার ডেটে দেখা গেছে।
এমএমএফ/জেআইএম