ওয়ানডে বিশ্বকাপের পর থেকেই যেন বড় দলগুলোর জন্য আতঙ্ক হিসেবে আবির্ভূত হয়েছে বাংলাদেশ। বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠলেও ভারতের কাছে হারতে হয়েছিল বাংলাদেশকে। তারপর থেকে ঘরের মাঠে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকার মত দলের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। টাইগারদের এই ভালো করার পর দর্শকদের প্রত্যাশাও বেড়েছে অনেক। ভারতীয় দৈনিক হিন্দুস্থান টাইমসকে সাক্ষাৎকার দেয়ার সময় সাকিব বলেন, ‘ভালো করতে থাকলে প্রত্যাশা বাড়বে- এটা আমাদের জানা আছে। এটাকে নেতিবাচকভাবে নেওয়ার কিছু নেই। বরং এভাবে ভাবতে পারি, তারা যেহেতু প্রত্যাশা করছে, তার মানে আমাদের সেই সামর্থ্যটা আছে। ইতিবাচকভাবেই ব্যপারটিকে নিই আমরা।’এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টেনে একটি ম্যাচ না জিতলেও টুর্নামেন্টের পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট সাকিব আল হাসান। ‘সব ম্যাচই তো শেখার। আর বিশ্বকাপকে আমি হতাশার বলব না। আপনি এটা বলতে পারেন যে, যা চেয়েছিলাম তা পুরো অর্জন করতে পারিনি। এছাড়া আমরা কিন্তু ভালো ক্রিকেট খেলেছি। আমরা যদি আরও একটা-দুটা ম্যাচ জিততে পারতাম, তবে ব্যাপারটা ভিন্ন মনে হতো। টি-টোয়েন্টি ক্রিকেটে গুরুত্বপূর্ণ পরিস্থিতি প্রায়ই তৈরি হয়, ওইসব থেকে অনেক কিছুই শেখার আছে।’আরআর/আইএইচএস/এবিএস