একুশে বইমেলা

আরিফুল ইসলামের সপ্তম কবিতার বই

কবি আরিফুল ইসলামের ৭ম কবিতার বই ‘পৃথিবীর প্রথম দরজা’ পাওয়া যাচ্ছে। বইটি প্রকাশ করেছে রিতু প্রকাশ। প্রচ্ছদ করেছেন সারাজাত সৌম।

কবি আরিফুল ইসলাম বলেন, ‘২০% কমিশনে বইটির প্রি-অর্ডার চলছে। প্রি-অর্ডার মূল্য রাখা হয়েছে ১২০ টাকা। অর্ডার করলেই ফ্রি ডেলিভারির ব্যবস্থা রয়েছে।’

আরও পড়ুন

বাংলা সাহিত্যে শিল্পপ্রবণতা: লেখকের দায়বদ্ধতা  স্বাধীনতার গল্প: দেশপ্রেমের অনন্য আখ্যান 

আরিফুল ইসলাম একাধারে কবি, সম্পাদক ও প্রকাশক। তিনি ব্রহ্মপুত্র কালচারাল একাডেমি এবং রচয়িতা সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা। সম্পাদনা করছেন সাহিত্যের ওয়েবম্যাগ ‘সাহিত্যবার্তা’। প্রকাশ করছেন ছোটকাগজ ‘রচয়িতা’।

তার প্রকাশিত বইসমূহ হলো- ‘রুদ্র ও অন্যান্য কবিতা’, ‘গুমের চিতায় স্বাধীনতা’, ‘অপেক্ষার শেষ প্রহর’, ‘কালোমুখোশ’ (গল্প), ‘জয়িতা’ (উপন্যাস) প্রভৃতি।

এসইউ/জিকেএস