দেশজুড়ে

নোয়াখালীতে বিএনপির প্রার্থীদের নির্বাচন বর্জন

নোয়াখালীর চাটখিলে ব্যাপক জাল ভোট ও কেন্দ্র দখলের অভিযোগে বিএনপির চেয়ারম্যান প্রার্থীরা নির্বাচন বর্জন করে পুনরায় ভোট গ্রহণের দাবি জানিয়েছেন। শনিবার দুপুরে একযোগে তারা নির্বাচন বর্জনের ঘোষণা দেয়।দুপুরে চাটখিল উপজেলা বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপির সভাপতি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন লিখিত বক্তব্যে আওয়ামী লীগের প্রার্থী ও কর্মী সমর্থক এবং প্রশাসনের সহযোগিতায় সকাল থেকে কেন্দ্র দখল ও জাল ভোটের অভিযোগে এনে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন। পাশাপাশি তিনি পুরনায় নির্বাচন দেয়ার জন্য নির্বাচন কমিশনারের প্রতি দাবি জানান। এ সময় ৮টি ইউনিয়নের মধ্যে ৬ ইউপির বিএনপি চেয়ারম্যান প্রার্থী উপস্থিত থাকলেও দুই জন হুমকির কারণে উপস্থিত থাকতে পারেননি।এদিকে সকাল থেকে সুষ্ঠুভাবে উপজেলার ৯টি ইউনিয়নে ভোটগ্রহণ শুরু হলে বেলা বাড়ার সঙ্গে কেন্দ্র দখলের চেষ্টা করে আওয়ামী লীগের কর্মীরা। এ সময় তারা বিভিন্ন ভোটকেন্দ্রে প্রবেশ করে ব্যালট পেপার নিয়ে জোরপূর্বক সিল মেরে বাক্সে প্রবেশ করায়। মোহাম্মদপুর ইউনিয়নের জনতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্র দখলের সময় পুলিশ দুই রাউন্ড গুলি করে। এদিকে, প্রিজাইডিং অফিসাররা কেন্দ্র দখলের চেষ্টার কারণে দুটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন।এদিকে, প্রিজাইডিং অফিসাররা কেন্দ্র দখলের চেষ্টার কারণে চারটি কেন্দ্রের ভোটগ্রহণ স্থগিত করেছেন। কেন্দ্রগুলো হলো-পাঁচগাও ইউনিয়নের পূর্ব শ্রীনগর প্রাথমিক বিদ্যালয়, মানাখালি মদিনাতুল উলুম কারিমুল মাদরাসা কেন্দ্র, নোয়াখোলা ইউনিয়নের বাওরবীমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং উত্তর পৌরকানিয়া মাদরাসা কেন্দ্র।মিজানুর রহমান/এসএস/এবিএস