হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নে জয়ী এবং এক পরাজিত মেম্বার প্রার্থীর পক্ষের লোকজনের মাঝে সংঘর্ষ হয়েছে। এতে অন্তত ৫০ জন আহত হয়েছে। রোববার সকাল ১০টায় পুকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের জয়ী মেম্বার পূর্ব পুকড়া গ্রামের ছুরত আলী এবং পরাজিত মেম্বার প্রার্থী নোয়াগাঁও গ্রামের জুয়েল মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।সংঘর্ষে গুরুতর আহত অবস্থায় করিম (৩৫), কাজল (২০), জলিল (৩৫), উজ্জ্বল (২৫), আজিজ (৩৫), ইসরাক (৩০), হামিদ (৩৫), রাহিম (২৫), হাবিবুর (৩৫), দুলাল (৩২), জামাল (৪০), মুসা (১৮), দুলাল-২ (২০) ও এহসানসহ (২৬) ২৫ জনকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত অন্যদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে।স্থানীয়রা জানায়, শনিবার ওই উপজেলার ১৩টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে পুকড়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ছুরত আলী মেম্বার নির্বাচিত হন। রাতে তার পক্ষের লোকজন বিজয় মিছিল বের করলে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এর জের ধরে রোববার সকালে দুই পক্ষের লোকজন দেশী অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বানিয়াচং থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমূল্য কুমার চৌধুরী জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। আবার সংঘর্ষের আশঙ্কায় এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। সৈয়দ এখলাছুর রহমান খোকন/এসএস/আরআইপি