নদীমাতৃক বাংলাদেশে মাছ হচ্ছে প্রাণিজ আমিষের অন্যতম উৎস। সাধারণত পুকুরেই বেশি হয় মাছ চাষ। এটি কৃষির মতোই চাষাবাদ পদ্ধতি। এ ছাড়া কোনো নির্দিষ্ট জলাশয় বা জলসীমায় পরিকল্পিত উপায়ে কম পুঁজি, সময় ও মানানসই প্রযুক্তির মাধ্যমে মাছ চাষ করা যায়।
আসুন জেনে নেওয়া যাক, বর্ষাকালে পুকুরের মাছের যত্নে যেসব কাজ করা জরুরি—
আরও পড়ুনরঙিন মাছ চাষে জীবন রঙিন ইমরানেরতীব্র গরমে মৎস্য খামারিদের করণীয়১. বর্ষায় পুকুরে জন্মানো আগাছা পরিষ্কার করতে হবে। ২. পুকুরের পাড় ভালো করে বেঁধে দিতে হবে।৩. পুকুরের মাছকে নিয়মিত পুষ্টিকর সম্পূরক খাবার সরবরাহ করতে হবে।৪. পুকুরের প্রাকৃতিক খাদ্য উৎপাদন বাড়াতে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে।৫. পুকুরে জাল টেনে মাছের স্বাস্থ্য পরীক্ষা এবং রোগ সারাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।৬. সরকারি ও বেসরকারি মাছের খামার থেকে জিওল মাছের পোনা সংগ্রহ করে পুকুরে ছাড়ার ব্যবস্থা করতে পারেন।
সূত্র: কৃষি তথ্য সার্ভিস।
এসইউ/জেআইএম