বেসরকারি স্যাটেলাইট চ্যানেল এশিয়ান টিভির চলচ্চিত্রের বাজার বিষয়ক অনুষ্ঠান ‘মুভি বাজার’। এটি চলচ্চিত্রের বিভিন্ন বিষয় নিয়ে নির্মিত দেশের সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান। এখানে প্রতি পর্বে সিনেমার সঙ্গে জড়িত মানুষেরা অতিথি হয়ে আসেন। তারা কথা বলেন চলচ্চিত্রের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে। আলোচনা করেন সমস্যা ও সম্ভাবনার। উঠে আসে ছবির বাজার বিশ্লেষণের মাধ্যমে বাজার সম্পর্কিত নানা তথ্য।ধারাবাহিকতায় আগামীকাল বৃহস্পতিবার, ২৮ এপ্রিল প্রচার হতে যাওয়া অনুষ্ঠানটির নতুন পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নতুন প্রজন্মের দুই চলচ্চিত্র পরিচালক। তারা হলেন অনন্য মামুন এবং আশিকুর রহমান। অনন্য মামুন বলবেন মুক্তির অপেক্ষায় থাকা তার নতুন ছবি ‘অস্তিত্ব’ নিয়ে অনেক কথা। সেইসঙ্গে আশিকুর রহমান জানাবেন সদ্য মুক্তিপ্রাপ্ত তার প্রথম ছবি ‘মুসাফির’র অভিজ্ঞতা ও বক্স অফিসের অনেক খবর। ‘মুভি বাজার’ অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রযেজনা করেছেন নুরুল আলম তরিত। এশিয়ান টিভিতে আগামীকাল বৃহস্পতিবার রাত ১০টায় প্রচার হবে ‘মুভি বাজার’।এলএ/এমএস