বিনোদন

আম্বানি পরিবারের অনুষ্ঠানে অক্ষয়! ভিডিও দেখে যা বলছেন নেটিজেনরা

বিরাট আয়োজনে মুকেশ আম্বানির ছেলে অনন্তর বিয়ে হয়েছে ১২ জুলাই। এরপর শুভ আশীর্বাদ ও মঙ্গল উৎসব অনুষ্ঠিত হয়েছে। অনন্ত-রাধিকার বিয়ের কোনো অনুষ্ঠানেই যেতে পারেননি বলিউড তারকরা অক্ষয় কুমার। কারণ তিনি করোনায় আক্রান্ত হয়েছিলেন।

অক্ষয় নিজেই সোশ্যাল মিডিয়ায় করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়েছিলেন। তবে সোমবার (১৫ জুলাই) আম্বানিদের অনুষ্ঠানে দেখা গেছে অক্ষয়কে। তার স্ত্রী টুইঙ্কে খান্নাও সঙ্গে ছিলেন। এদিন জিও ওয়ার্ল্ড সেন্টারে রিলায়েন্সের কর্মী ও সংবাদমাধ্যমের জন্য আলাদা অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছিল।

আরও পড়ুন:টালিউড থেকে আমন্ত্রণ পেলেন যারাযে কারণে অনন্ত-রাধিকার রিসেপশনে থাকছেন না শাহরুখ

সেখানেই দেখা যায় অক্ষয় ও টুইঙ্কেলকে। আইভরি রঙের বন্ধগলা পরে গিয়েছিলেন অভিনেতা। একই রঙের সালোয়ার ছিল টুইঙ্কেলের পরনে। অক্ষয় সব সময় হাসিখুশি থাকেন। কিন্তু এদিন তাকে বেশ ক্লান্ত দেখা গেছে।

      View this post on Instagram

A post shared by Manav Manglani (@manav.manglani)

এদিকে অনন্ত-রাধিকার অনুষ্ঠানে অক্ষয়ের অংশগ্রহণের ভিডিও দেখে নেটিজেনদের একাংশ তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। একজন লিখেছেন ‘এটা হচ্ছেটা কী, ইনি তো করোনা আক্রান্ত হয়েছিলেন বলেই খবর ছিল, মাস্ক পর্যন্ত পরেননি। খুব খারাপ।’ অন্য একজন ব্যঙ্গ করে লিখেছেন, ‘আর কত দিন? এত তাড়াতাড়ি করোনা ঠিক হয়ে গেল?’

এমএমএফ/জেআইএম