তথ্যপ্রযুক্তি

ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৬৫ বিলিয়ন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সামাজিক মাধ্যম ফেসবুক। যতই দিন যাচ্ছে ততই সামাজিক যোগাযোগের এই মাধ্যমটি তার ব্যবহারকারীদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করছে। বুধবার রাতে এক স্ট্যাটাসে ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ বলেন, বর্তমানে বিশ্বে আমাদের কমিউনিটি অর্থাৎ ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ১ দশমিক ৬৫ বিলিয়ন। গত কয়েক মাসে আমরা ফেসবুকে রি-অ্যাকশন বাটন, লাইভ ভিডিওসহ ফেসবুক মেসেঞ্জারকে একটি উন্নত প্লাটফর্ম হিসেবে তৈরি করেছি। ইন্টারনেটের সঙ্গে আমরা প্রায় ২৫ মিলিয়ন মানুষকে যুক্ত করতে সক্ষম হয়েছি। আমরা আরো অনেক ফিচার ব্যবহারকারীদের হাতের মুঠোয় এনে দিতে চাই। আমরা চাই, সবাই আরো নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করুন। আপনাদের প্রতি মুহূর্তকে আরো সহজ করতে আমরা প্রতিদিন কঠোর পরিশ্রম করে যাচ্ছি। তিনি আরও বলেন, আজ আমরা আমাদের প্রতিষ্ঠানের সাংগঠনিক বিভিন্ন দিক পরিবর্তনের ঘোষণা দিচ্ছি। এতে করে আপনারা আমার কাছ থেকে আরো অনেক কিছু জানতে পারবেন। http://newsroom.fb.com/news/2016/04/marknote/ এই সাইটটি ভিজিট করুন আর বিশ্বের নতুন নতুন বিষয়গুলো জানুন। সবশেষ তিনি ফেসবুকের মাধ্যমে বিশ্বের সঙ্গে যুক্ত হওয়ার এই পরিভ্রমণে সবাইকে ধন্যবাদ জানান।টিটিএন/আরআইপি