দেশজুড়ে

ঈশ্বরদীতে পিটুনিতে যুবকের মৃত্যু

ঈশ্বরদীর ফতেহ মোহাম্মদপুর এলাকায় পিটুনি ও ছুরিকাঘাতে বিশাল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার গভীর রাতে এ ঘটনা ঘটে। বিশাল যুবদল কর্মী মুরাদ হোসেন হত্যা মামলার আসামি। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে ফতেহ মোহাম্মদপুর এলাকায় বিশালকে একা পেয়ে কয়েকজন যুবক ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে এবং পিটিয়ে আহত করে ফেলে রেখে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে রাত সোয়া ৯টার দিকে ঈশ্বরদী হাসপাতালে নেয়া হয়। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়। ঈশ্বরদী থানা পুলিশের সেকেন্ড অফিসার ইসলাম হোসেন জানান, রাত ১১টার দিকে তার মৃত্যু হয়েছে। আলাউদ্দিন আহমেদ/এসএস/এমএস