একুশে বইমেলা

আসছে কিশোর গল্পগ্রন্থ ‘বাঁশঝাড়ের ভূত’

অমর একুশে বইমেলা ২০২৫ উপলক্ষে প্রকাশিত হতে যাচ্ছে কবি ও শিশুসাহিত্যিক রাশিদুল হাসান বাচ্চুর কিশোর গল্পগ্রন্থ ‘বাঁশঝাড়ের ভূত’।

বইটি প্রতিভা প্রকাশ থেকে প্রকাশিত হবে। বইটির মুদ্রিত মূল্য রাখা হয়েছে ২৫০ টাকা। প্রচ্ছদ করেছেন অদিত্ব নওরোজ।

আরও পড়ুন আসছে মাসুদ পথিকের ‘স্কুল গোয়িং হাঁসের হইচই’  আসছে উম্মে সোহাগীর কাব্যগ্রন্থ ‘খণ্ডিত জীবন’ 

তার প্রথম বই ‘ওয়াকিং অন দি পাথ অব পোয়েট্রি’ মূলত ইংরেজিতে লেখা কবিতা। বইটিতে ৪০টি কবিতা স্থান পায়। বইটি প্রকাশ করেছিল প্রতিভা প্রকাশ।

প্রকাশক মঈন মুরসালিন জানান, বইটি প্রেসে দেওয়ার জন্য প্রস্তুত করা হয়েছে। প্রকাশের পর প্রকাশনীর বিক্রয়কেন্দ্র ও দেশের অনলাইন বুকশপে পাওয়া যাবে।

এসইউ/জিকেএস