দেশজুড়ে

ঝিনাইদহে শ্রমিক সংকটে ধান কাটা ব্যাহত

শ্রমিক সংকটের কারণে পরিপক্ক ধান কেটে ঘরে তুলতে পারছে না ঝিনাইদহের কৃষক। অতিরিক্ত টাকা দিয়েও শ্রমিক মিলছে না। শ্রমিক সংকটে এক প্রকার দিশেহারা হয়ে পড়েছেন এ এলাকার কৃষক।কৃষকরা অভিযোগ করে বলেন, স্থানীয় শ্রমিকদের বেশি দাম দিয়েও চাহিদা মাফিক পাওয়া যাচ্ছে না। দিন প্রতি ৪শ`-৫শ` টাকা দিয়েও শ্রমিক পাওয়া যাচ্ছে না। মাটিতে শুয়ে পড়া ধান কাটাও খুব কষ্টসাধ্য। তাই মূল্য বেশি দিতে হচ্ছে। শ্রমিকের অভাবে সময় মতো ধান কাটা মাড়াই করতে না পারলে কৃষকদের নির্ঘাত পথে বসতে হবে।কৃষক গফুর আলী, হোসেন মিয়া জানান, বর্তমানে এক মণ ধানের দাম ৬’শ টাকা আর একজন শ্রমিকের মূল্য ৫’শ টাকা। বাজারে উঠতি বোরো ধান কেনা-বেচা শুরু হলেও ধান বিক্রি করে উৎপাদন খরচ পাচ্ছেন না তারা। শুধু শ্রমিক সংকট বা বাজার দরই নয়, ফসলের ফলন নিয়েও কৃষকরা হতাশায় আছেন। যেখানে বিঘা প্রতি ২৫ থেকে ২৬ মণ হারে ধান উৎপাদন হওয়ার কথা সেখানে এবার বিঘা প্রতি ২০ থেকে ২২ মণ হারে ফলন হচ্ছে।ঝিনাইদহ কৃষি সম্প্রসারণ বিভাগের দাবি, এই সমস্যা সাময়িক। কৃষকরা ধৈর্য ধরলে এই সংকট কেটে যাবে। ইতোমধ্যে ২০ শতাংশ ধান কাটা হয়েছে।আহমেদ নাসিম আনাসারী/এসএস/এমএস