দেশজুড়ে

সাতক্ষীরা পৌরসভার মেয়র বরখাস্ত

সাতক্ষীরা পৌরসভার নবনির্বাচিত মেয়র তাজকিন আহমেদ চিশতিকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয় কর্তৃক বরখাস্তের এ আদেশপত্রটি মেয়রের কাছে পৌঁছেছে বলে জানা গেছে। মেয়র তাজকিন আহমেদ চিশতি বরখাস্তের বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, সাময়িক বরখাস্তের পত্রটি তিনি পেয়েছেন। ২০১৩ সালের একটি গাড়ি পোড়ানো মামলায় আদালত তার বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনে তাশকিন আহম্মেদ চিশতি বিএনপি থেকে মনোনয়ন নিয়ে মেয়র নির্বাচিত হন। তিনি বর্তমানে জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন।আকরামুল ইসলাম/এফএ/আরআইপি