দেশজুড়ে

মাগুরায় ৪ চেয়ারম্যান প্রার্থীর নির্বাচন বর্জন

মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা ইউনিয়নে চতুর্থ দফা নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ৪ চেয়ারম্যান প্রার্থী। বুধবার বিকেলে প্রার্থীরা পৃথকভাবে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেন।  তারা হলেন, বিএনপির প্রার্থী সাবেক চেয়ারম্যান মাহমুদ হোসেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী অপর সাবেক চেয়ারম্যান সৈয়দ আক্তারুজ্জামান, আওয়াম লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান চেয়ারম্যান মোস্তফা কামালা সিদ্দিকী লিটন এবং ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল জব্বার মোল্লা। আওয়ামী লীগের প্রার্থী আলী মিয়ার কর্মী সমর্থকদের উপর হামলা, লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও মিথ্যা মামলায় হয়রানির কারণে নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নেই। মিথ্যা মামলা দিয়ে কর্মী সমর্থকদের এলাকা ছাড়া করার অভিযোগ তুলে এ চারজন নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন। প্রার্থীরা গণমাধ্যমকে জানান, পুলিশ প্রশাসনের সহায়তায় নহাটা ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থীর এক চেটিয়া দাপটে এলাকাবাসী অতিষ্ঠ হয়ে উঠেছে। মিথ্যা মামলায় গ্রেফতারের জন্য গণ হারে গ্রামবাসীদের বাড়ি ঘরে তল্লাশি করায় কর্মী সমর্থকরা আতঙ্কিত হয়ে পড়েছেন।      মহম্মদপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আবু হেনা জানান, এ বিষয়ে তার কিছু জানা নেই।আরাফাত হোসেন/এআরএ/পিআর